চার ম্যাচের তিনটিতে হেরে ব্যাকফুটে ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টে তাদের বাকি আর পাঁচ ম্যাচ। সেগুলোর প্রত্যেকটিতে জিততে চান ইংলিশ অধিনায়ক জস বাটলার। নাহলে যে সেমিফাইনালের টিকিট মিলবে না তাদের।
আফগানিস্তানের বিপক্ষে হারের পর শনিবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হার বরণ করেছিল তারা। তিন হারে পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান গতবারের চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় বাকি ম্যাচগুলোতে জেতা ভিন্ন কোনো পথ খোলা নেই তাদের সামনে।
বাটলারও জয় চান বাকি সবগুলো ম্যাচে। এ সম্পর্কে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রোটিয়াদের বিপক্ষে হারটা আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে, যেখানে কোনো ভুলের সুযোগ নেই। সম্ভবত আমাদের এখন প্রতিটি ম্যাচই জিততে হবে। এই মুহূর্তে আমরা এই অবস্থানেই আছি।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাটলার বাহিনীর বিপক্ষে আগে ব্যাট করে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। অথচ টস জিতেছিলেন বাটলারই। তাদের ফিল্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল কি না, এ সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ভুল ছিল। এসব ক্ষেত্রে পেছন ফিরে তাকাতে হয়। অবশ্য তীব্র গরমে কন্ডিশন অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি এখনও বিশ্বাস করি স্কোরটা ৩৪০-৩৫০ হওয়ার মতো। রান তাড়ায় আমাদের শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিল।’