 
																
								
                                    
									
                                 
							
							 
                    এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার ঝোড়াঘাট ভাটার মাঠ এলাকায় এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার হরিপুরের মৃত লোকমান মোল্লার ছেলে এলিম মোল্লা (৩৮), মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুরের জিল্লুর রহমানের ছেলে রাশিদুল (৩২) ও আব্দুল আজিজের ছেলে মতিউর রহমান (৩২)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর ঝোড়াঘাট ভাটার মাঠে মাদক কেনাবেচা হচ্ছে মর্মে এসআই শরীফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় তাদের কাছে গাঁজা ও ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা হয় মাদক বিক্রির টাকা ও তাদের ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল (যার নং- কুষ্টিয়া ল- ১১- ৬১৭৪)। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।