বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
তথ্য সূত্রঃ
BMP MEDIA CELL
[14 November 2023]
আজ মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে বিভাগীয় বইমেলা ২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) মহোদয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোঃ আমিনুল ইসলাম খান।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ দেশ মাতৃকার জন্য যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন সে সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বলেন, নতুন প্রজন্ম আমাদের সম্পদ। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করে নতুন প্রজন্মের মাঝে ইতিহাস, সংস