পুলিশ অফিসার্স মেসে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে নির্মিত এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জাতির পিতার বর্ণাঢ্য জীবন, কর্ম ও ব্যবহার্য দ্রব্যাদি নিয়ে পুলিশ অফিসার্স মেস লবিতে নির্মিত গ্যালারী ‘অনশ্বর পিতা’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আজ ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. নগরীর নাসিরাবাদে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম. এ. মালেক; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফ্ফর আহম্মদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল উপস্থিত ছিলেন।
সিএ