কোরআনের আয়াত খচিত পান্না পাথর। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশাল এক শিল্প মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাতেই তোলা হয়েছে বিরল এক সবুজ পান্না। যার মূল্য ১০ লাখ ডলার। তাতে সুক্ষভাবে খোদাই করা হয়েছে পবিত্র কোরআনের আয়াত। যা সবুজ পান্নার মূল্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদন মতে, আবুধাবিতে চলছে আবুধাবি আর্ট ফেয়ার নামে শিল্প মেলা। মেলায় এসেছে নানা ধরনের শিল্পকর্ম। তবে এর মধ্যে দর্শণার্থীদের নজর কেড়েছে কোরআনের আয়াত খোদাই করা সবুজ পান্নাটি।
কলম্বিয়ার কাসা জিরিও গ্যালারির পরিচালক জুয়ান গ্যাব্রিয়েল হার্নান্দেজ এই পাথরটির মালিক। তিনি এটিকে একটি ‘পবিত্র ধন’ বলে মনে করেন। কোরআনের আয়াত খচিত পান্নার আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে জানিয়ে হার্নান্দেজ বলেন, ‘এর মধ্যেই ঐশ্বরিক জ্ঞানের এক অনন্য প্রকাশ রয়েছে।’
কাসা জিরিও গ্যালারি পরিচালক বলেন, পান্নার ওপর খোদাই করা আয়াতগুলো বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। এটি কেবল একটি রত্ন নয় বরং বিশ্বাসের স্থায়ী সৌন্দর্যের একটি জীবন্ত প্রমাণ। দর্শনার্থীদের এই পাথরটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন হার্নান্দেজ।
বিশ্বে সবচেয়ে বেশি পান্না পাথর পাওয়া যায় কলম্বিয়ার মুজো ও এল সিভর খনিতে। কোরআনের আয়াত খচিত এই মূল্যবান পাথরটির মূল্য ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার।
আবুধাবির মানারাত আল সাদিয়াতে পাঁচ দিনব্যাপী শিল্প মেলার আয়োজন করেছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।
মঙ্গলবার (২২ নভেম্বর) মেলার উদ্বোধন করেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার (২৬ নভেম্বর) পর্যন্ত দর্শনার্থীরা বিনামূলে এই প্রদর্শনী উপভোগ করতে পারবে।