ছবি সংগৃহীত
নওগাঁ থেকে অপহরণ হওয়া মৌসুমী আক্তার (২৮) নামে এক নারীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় নুরনবী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। মৌসুমী আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
র্যাব থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়ার পথে মৌসুমীকে অপহরণ করে আসামি। এরপর মৌসুমীর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল অভিযান শুরু করে। এরপর ৪ ডিসেম্বর গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেতে ভিকটিম মৌসুমী আক্তারকে উদ্ধার করে র্যাব সদস্যরাত এবং এ ঘটনায় অপহরণকারী নুরনবীকে আটক করা হয়।