রিমান্ড শেষে চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত খালাসি আকাশ মণ্ডল প্রকাশ ইরফান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি ইরফান।
এ সময় আসামি আদালতকে বলেন, ‘চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে মোট আটজনকে হত্যার উদ্যোগ নেয়া হয়। এরমধ্যে জুয়েল নামে একজন বেঁচে যান। তবে জাহাজের মাস্টার কিবরিয়ার বৈষম্যমূলক আচরণের জন্য হত্যার পরিকল্পনা করেন তিনি। পরে ইরফানকে জেলহাজতে পাঠানো হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।’
এ দিকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর চাঁদপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা কার্গো জাহাজ এমভি আল বাখেরায় ৭ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় নৌ-পুলিশের উপপরিদর্শক মো. কালাম খান বাদী হয়ে প্রথমে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। কিন্তু ওই সময় র্যাব অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মণ্ডল প্রকাশ ইরফানকে আটক করে। যে ওই জাহাজের খালাসি ছিলেন এবং হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়। তার দাবি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে ইউরিয়া সারবোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার কথা ছিল।