চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর বহিষ্কার ।
পঙ্কজ কুমার বণিক, বিশেষ প্রতিনিধি
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
৪৫
জন নিউজটি পড়েছেন
চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর বহিষ্কার ।
চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এম অলিউর রহমান বহিষ্কার।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দফতর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি উঠে আসে।