আজ ২৬শে মার্চ: বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
-
প্রকাশিতঃ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
-
৫৭
জন নিউজটি পড়েছেন
আজ ২৬শে মার্চ: বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস ।
আজ ২৬শে মার্চ, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাঙালির মুক্তির সংগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও অধিকার আদায়ের লড়াইয়ের চূড়ান্ত পরিণতি ছিল এই স্বাধীনতা যুদ্ধ, যা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয়ে পরিণত হয়।
বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয় ভাষা আন্দোলন (১৯৫২), ছয় দফা আন্দোলন (১৯৬৬) এবং গণঅভ্যুত্থান (১৯৬৯)-এর মধ্য দিয়ে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ বিজয় লাভ করলেও বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে ভয়াবহ দমন অভিযান চালায়, যেখানে হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। এর পরপরই ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে, যার মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ।
প্রতি বছর ২৬শে মার্চ দিনটি বাঙালি জাতির আত্মত্যাগ ও বীরত্বের গৌরবময় স্মৃতি স্মরণ করিয়ে দেয়। এটি শুধু একদিনের উদযাপন নয়, বরং জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই দিনে জাতি স্মরণ করে সেই লাখো শহীদকে, যাঁদের আত্মদানের বিনিময়ে এসেছে স্বাধীনতা।
জাতীয়ভাবে দিনটি উদযাপন করা হয় নানা আয়োজনে
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।
টেলিভিশন ও রেডিওতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
স্বাধীনতার ৫৪ বছর পর আজ বাংলাদেশ বিশ্বের সামনে একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে এখনো দারিদ্র্য, দুর্নীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
২৬শে মার্চের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার সূর্য।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন