বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ়: ২১০ কোটি ডলারের ঋণ ও বিনিয়োগ চুক্তি ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
-
প্রকাশিতঃ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
-
৪১
জন নিউজটি পড়েছেন
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ়: ২১০ কোটি ডলারের ঋণ ও বিনিয়োগ চুক্তি ।
বাংলাদেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে গেলো চীনের সঙ্গে নতুন ঋণ, অনুদান ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ চীনের সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২১০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। এই অর্থ শিল্প, অবকাঠামো ও বন্দর উন্নয়নে ব্যয় করা হবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ২১০ কোটি ডলারের মধ্যে রয়েছে:
*এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বিনিয়োগ* : ৩০টি চীনা কোম্পানি একসঙ্গে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
*মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প* : এই প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
*চায়না ইন্ডাস্ট্রিয়াল জোন উন্নয়ন:* এ জন্য চীন ৩৫০ মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে।
*প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে অনুদান:* আনুমানিক ১৫০ মিলিয়ন ডলার অনুদান হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি একটি বড় সুযোগ। চীনা বিনিয়োগ শুধুমাত্র শিল্পে নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
*বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব*
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিনিয়োগ ও ঋণের ফলে দেশের অবকাঠামো ও শিল্পখাতের উন্নতি হবে। পাশাপাশি, রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
অর্থনীতিবিদ ড. ফারুক আহমেদ বলেন, “চীনা বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি খাতে উন্নয়ন ঘটবে। তবে ঋণের ব্যবস্থাপনা যথাযথভাবে করতে হবে, যেন ভবিষ্যতে ঋণের বোঝা না বাড়ে।”
বাংলাদেশ ও চীনের মধ্যকার এই অর্থনৈতিক চুক্তি ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, এই বিনিয়োগ ও ঋণ কীভাবে বাস্তবায়িত হয় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হয়।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন