বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানার দক্ষ নেতৃত্বে এসআই মোঃ আল আমিন নাইম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ০১ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রাজ্জাক খান সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ জসিম আকন (৪০) কে।
গ্রেফতারকৃত জসিম আকন, পিতা- আশরাফ আলী আকন, গ্রাম- বাঘিয়া, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা এ আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের গ্রেফতারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই ধারাবাহিক অভিযান প্রশংসিত হয়েছে।