বরিশাল নগরীর ভাটিখানা পান্থ সড়ক ৭ নং ওয়ার্ড কাউনিয়া থানাধীন এলাকায়, ১২/০৮/২৫ ইং রোজ: মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে , গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে একটি বসতবাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায় ও গৃহবধূ আগুনে দগ্ধ হন।
ঘড়ে থাকা গৃহবধূর স্বামী মোঃ মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তার স্ত্রী সাবিনা আক্তার রেশমি রান্না করছিলেন, এমন সময় গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়। এতে সাবিনা দগ্ধ হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তাঁর স্ত্রী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এই অগ্নিকান্ডে ৩ লক্ষ্যে টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উক্ত ঘর মালিক মিজানুর রহমান।
এলাবাসী বসতবাড়িতে আগুন দেখে , ফায়ার সার্ভিস স্টেশনে কল করেন
তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায় ।
উক্ত আগুন লাগার ঘটনা শুনে কাউনিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত হতে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।