বরিশাল:-বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডস্থ কাউনিয়া সাবান ফ্যাক্টরি টাওয়ার সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ভাঙা ইট ও কাদাজলে পরিণত হয়েছে পথঘাট। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। আগে সাবান ফ্যাক্টরি টাওয়ারের আশেপাশে মাঠ ও পুকুর থাকায় তেমন জলাবদ্ধতার সম্মুখীন হয়নি এলাকাবাসী।
বর্তমানে সকল মাঠ ও পুকুর ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়ে এলাকাবাসী। ড্রেনগুলো পরিষ্কার না থাকার কারণে সহজে পানি নামতে পারে না। যার ফলে নিচু জায়গায় রাস্তা হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন রাস্তায় পানি আটকে থাকার কারণে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশার লার্ভা। এছাড়াও প্রতিনিয়ত দেখা দিচ্ছে নানা ধরনের রোগ।
জানা গেছে- ২০১৫ সালে সর্বশেষ কাউনিয়া সাবান ফ্যাক্টরি টাওয়ার রাস্তা ও ড্রেনের সংস্কার হয়। এরপরে আর কখনো উন্নয়নের মুখ দেখেনি এই এলাকার মানুষ। প্রতিদিন এই পথে হাজারো পথচারী ও যানবাহন চলাচল করলেও মেরামতের কোনো উদ্যোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই এলাকার সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন দফায় আবেদন করা হলেও কর্তৃপক্ষ এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার বাসিন্দা মো. শহীদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের একমাত্র রাস্তা এটি। এলাকার সকল মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তাটির ভয়াবহ অবস্থা। বর্ষায় একদম হাঁটাচলা করা যায় না, শুকনো মৌসুমে ধুলার কারণে শ্বাসকষ্ট হয়। রাস্তা ভাঙা থাকার কারণে সহজে কোনো রিকশা প্রবেশ করতে চায় না। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে।
সাবান ফ্যাক্টরি টাওয়ারের উত্তর মাথার চায়ের দোকানদার পিন্টু হোসেন বলেন, আমরা ভ্যাট-ট্যাক্স পরিশোধ করার পরেও দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। রাস্তার উত্তর মাথার অংশটিতে বছরের বারো মাস পানি থাকে। একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করার অবস্থা নেই। কর্তৃপক্ষকে বলবো তারা যেন দ্রুত রাস্তা ও ড্রেনের সংস্কার করে।
অন্যদিকে অত্র এলাকার একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তারা নিয়মিত ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে বৃষ্টির দিনে তাদের কাপড়চোপড় কাদা পানিতে ভিজে যায়।
আছমত মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো:রাফি দুঃখ প্রকাশ করে বলেন, রাস্তাটির অবস্থা খুব খারাপ থাকায় আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। অনেক সময় পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছি। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষুব্ধ।
তাদের অভিযোগ, সড়কের কারণে মালামাল আনা-নেওয়া করতে সময় ও খরচ বেড়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মো:বেলাল হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়। মাঝেমধ্যে জলাবদ্ধতার কারণে পানি দোকানে উঠে যায়। এর ফলে মালামালের অনেক ক্ষতি হয়। এই ভোগান্তি থেকে আমরা রেহাই চাই।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন,নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সিটি কর্পোরেশন চাইলেই অল্প সময়ে প্রাথমিক মেরামত কার্যক্রম হাতে নিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রাস্তা সংস্কারের একটি প্রস্তাব ইতোমধ্যে তৈরি হয়েছে, বাজেট অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’
তবে স্থানীয়রা বলছেন, এসব প্রতিশ্রুতি বহু বছর ধরে শুনে আসছেন, কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকার সচেতন মহল মনে করছেন, নগরবাসীর ভোগান্তি লাঘব ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।