বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষিকাদের কর্ম বিরতি ।
মোঃ হেমায়েত হোসেন, বিশেষ প্রতিনিধি
প্রকাশিতঃ
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
১১২
জন নিউজটি পড়েছেন
শিক্ষক/ শিক্ষিকাদের দের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা প্রেসক্লাবে আন্দোলনে অবস্থান করে। এতে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক অংশগ্রহণ করে। যার ফলে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ব্লক হয়ে যায়। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নিরস্ত্র ও নিরীহ শিক্ষকদের উপর লাঠি চার্জ, টিয়ারগ্যাস সাউন্ড গ্রেনেড ও পানি নিক্ষেপ করে, ছত্রভঙ্গ করে দেয় এবং অনেক শিক্ষকদের আটক করে এবং নির্যাতন করে।
এর প্রেক্ষিতে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য সারা বাংলাদেশে কর্মবিরতির ডাক দেওয়া হয়। এ ডাকে বাবুগঞ্জ উপজেলার রাকুদুয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/ শিক্ষিকা কর্মবিরতি পালন করছেন।