বাবুগঞ্জে শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ খলিল, বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিতঃ
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
৪৯
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সবুজের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ অক্টোবর) আসরের নামাজের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
দোয়া মাহফিলে মরহুম আনোয়ার হোসেন সবুজের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জাকির, বিএনপি নেতা মনিরুজ্জামান সৌরভসহ শ্রমিক দল, ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ মরহুমের স্মৃতিচারণ করে বলেন, আনোয়ার হোসেন সবুজ ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তার অনুপস্থিতি বাবুগঞ্জ বিএনপি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গত, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ গত বছরের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।