নিজস্ব প্রতিবেদক বরিশাল: কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের নিয়ে নিজ সংগঠনের ৩ নেতাকর্মীকে পেটানোর ঘটনায় সংবাদ প্রকাশের পর বরিশালের উজিরপুরে এন.আর নবাব মুন্সি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে একই ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হানিফ মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন মল্লিক ও সদস্য সচিব মিরাজ মুন্সির বিরুদ্ধে সাংগঠনিকভাবে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. মাহফুজুল আলম মিঠু ও সম্পাদক কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত নবাব মুন্সি উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
নিজস্ব প্রতিবেদক বরিশাল: কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের নিয়ে নিজ সংগঠনের ৩ নেতাকর্মীকে পেটানোর ঘটনায় সংবাদ প্রকাশের পর বরিশালের উজিরপুরে এন.আর নবাব মুন্সি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে একই ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হানিফ মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন মল্লিক ও সদস্য সচিব মিরাজ মুন্সির বিরুদ্ধে সাংগঠনিকভাবে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. মাহফুজুল আলম মিঠু ও সম্পাদক কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত নবাব মুন্সি উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সু-স্পষ্ট অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য এন.আর নবাব মুন্সিকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হলো। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত ব্যক্তির সাংগঠনিক পদ-পদবীর ব্যবহার ও সংগঠনের গঠনতান্ত্রিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হলো।
এর আগে গত বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালি মার্কেট সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীদের নিয়ে নিজ সংগঠনের ৩ নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছিলো বহিষ্কৃত ছাত্রদল নেতা নবাব মুন্সি ও তার সহযোগীরা। ওই হামলায় আহত হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ভোলানাথ ভট্টাচার্য (২৮), ওটরা ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি পদের প্রার্থী রাশেদুল ইসলাম হৃদয় (২৫) ও সহ-সভাপতি প্রার্থী দোলন মিয়া (২৬) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতেই আহত ছাত্রদল নেতা দোলন মিয়া বাদী হয়ে নিজ সংগঠনের ৬ জন এবং ছাত্রলীগের ২ জনের নামোল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং বিষয়টি জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের নজরে আসলে প্রধান হামলাকারী নবাব মুন্সিকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জানুয়ারি মো. মনির সরদারকে আহবায়ক ও মুরাদ হাওলাদার রনিকে সদস্য সচিব করে উজিরপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করা হয়। সাংগঠনিক নিয়মানুযায়ী ছাত্রদলের এই দুই তরুণ নেতা উপজেলা ছাত্রদলের অধীনস্থ ৯টি ইউনিয়নের কমিটি গঠনে কাজ শুরু করেন। যার ধারাবাহিকতায় ওটরা ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটিতে রাশেদুল ইসলাম হৃদয়কে সভাপতি ও দোলন মিয়াকে সহ-সভাপতি রাখা হয়েছে। এ বিষয়টি যেকোনো ভাবে জানতে পেরে হৃদয়ের প্রতিদ্ব›দ্বী একই ইউনিয়নের ছাত্রদল নেতা নবাব মুন্সি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যার প্রেক্ষিতে গত বুধবার দুপুরে ছত্রদল নেতা নবাব মুন্সি পরিকল্পিতভাবে তার সহযোগী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হানিফ মল্লিক, ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন মল্লিক, সদস্য সচিব মিরাজ মুন্সি, ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাত মুন্সি, লিমন মুন্সি, তুহিন এবং স্থানীয় ছাত্রলীগ কর্মী সানি মুন্সি, সাব্বির মুন্সি ও রহমানসহ কমপক্ষে ৩০ জন মিলে নিজ সংগঠনের নেতা রাশেদুল ইসলাম হৃদয়ের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাত থেকে হৃদয়কে রক্ষা করতে গেলে বেধরক মারধরের শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য ভোলানাথ ভট্টাচার্য ও ইউনিয়ন ছাত্রদল নেতা দোলন মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।