দেশ সুস্থ আছে বিধায় এ মাসের শেষভাগে স্কুল খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, অনেক সভ্য জাতি টিকা না নেয়ার আন্দোলন করছে। বাংলাদেশের মানুষ এমন কিছুই করেনি। আমরা তাদের চেয়ে অনেক সভ্য, এজন্যই আমরা ভালো আছি।
তাই সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ নাগাদ স্কুল খুলে দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, এ পর্যন্ত দেশে ১৭ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। সাড়ে এগারো কোটি টার্গেট জনগোষ্ঠীর ৮৫ ভাগ মানুষ টিকা পেয়েছেন।
যারা মারা যাচ্ছেন তাদের ৮৫ ভাগই টিকা নেননি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে টিকা নেয়ার আহবান জানান।
এর আগে রাজধানীর চারটি হাসপাতালে নতুন ৭২টি এবং পুরনো ৫৪টি সহ মোট ১২৬টি ডায়ালাইসিস ইউনিট চালু করা হয়।
শিগগিরই দেশের প্রতিটি জেলা হাসপাতালে দশটি ডায়ালাইসিস ও দশটি আইসিইউ বেড করার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।