ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বুধবার (১৬ জানুয়ারি) অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে কলকাতার ক্লাবটি।
এক বিবৃতিতে কলকাতা জানিয়েছে, শ্রেয়াস আইয়ারকে প্রথমবারের মতো দলে আনা হয়েছে। তিনি কলকাতাকে নেতৃত্ব দেবেন।
টুর্নামেন্টের মেগা নিলাম থেকে আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তার সাবেক ক্লাব দিল্লি তাকে ধরে রাখেনি। মূলত অধিনায়কত্ব না থাকায়ই ক্লাব ছাড়তে ইচ্ছুক হন টপ অর্ডারের এ ব্যাটার। নতুন দলে এসে অধিনায়কত্বের ভার পেয়ে শ্রেয়াস বলেন, আমি কলকাতার মতো ঐতিহ্যবাহী ক্লাবকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে অনেক গর্বিত।
শ্রেয়াস আরও বলেন, এই সুযোগ দেওয়ার জন্য আমি কলকাতার মালিকপক্ষ, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। আমি আশাবাদী, আমরা দলের মূল লক্ষ্য অর্জন করতে পারব। ভারতীয় ক্রিকেটে কলকাতা ও ইডেন গার্ডেনের অনেক প্রসিদ্ধ ইতিহাস রয়েছে। এর সঙ্গে আমি এবার নতুন কিছু যোগ করার চেষ্টা করব।
দিল্লির হয়ে ২০১৫ সাল থেকে খেলেছেন আইয়ার। এ মৌসুমে দু’পক্ষের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ক্লাবটির ইতিহাসে আইয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শুরুর সময় থেকে এ পর্যন্ত ৮৭ ম্যাচে দিল্লির হয়ে তিনি করেছেন ২ হাজার ৩৭৫ রান। যার গড় ৩১.৬৬ ও স্ট্রাইকরেট ১২৩.৯৫। দলের হয়ে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৯৬।