স্ত্রীসহ বরিশাল বিএনপি নেতা জিয়া সিকদারকে গ্রেপ্তারে নির্দেশ
বরিশাল :বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে সস্ত্রীক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালত প্রতারণার মামলায় এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জেনারেল রেজিস্ট্রাটর অফিসার (জিআরও) খোকন চন্দ্র জানান, জিয়া উদ্দিন সিকদার ও তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন আদালত।
জানা গেছে, নগরীর রূপাতলী মৌজার ৪৭ শতাংশ জমি কিনতে ২০১৯ সালের ৩ জুন বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদারকে ২০ লাখ টাকার চেক দিয়ে বায়না দলিল করেন আইনজীবী এ.কে.এম আরিফুর রহমান খান। তিনি নির্ধারিত বায়না চুক্তির জমিতে ৭ লাখ টাকার বালু ভরাট করেন।