ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শিশুও রয়েছে।
এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
যত দূর চোখ যায় শুধু ধংসস্তূপের চিহ্ন। গেল কয়েকদিনের ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে নাকাল ব্রাজিলের উত্তরাঞ্চল। আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে প্রতিদিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা।
ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। যাদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এরইমধ্যে উদ্ধার হওয়া মৃতদেহের দাফনের কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। পানির স্রোতে ভেসে যায় ঘর-বাড়ি ও গাড়ি। ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেকে।
স্থানীয় এক অধিবাসী বলেন, এরকম পরিস্থিতি প্রথম দেখলাম। অনেকে তাদের কাছের অত্মীয়দের হারিয়েছেন। এটা খুবই দুঃখজনক।
অপরিকল্পিভাবে গাছ কাটা ও বন উজারের কারণেই ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। সেই সঙ্গে নিহতদের স্বরণে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।