বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচন কমিশন নিয়ে অস্থির হয়ে গেছে। সার্চ কমিটির যারা সার্চ করবে তারাই নিরপেক্ষ নয়। ক্ষমতায় থাকার জন্য ইলেকশন কমিশন, বিচারবিভাগ ধ্বংস করার পাশাপাশি গণমাধ্যম কুক্ষিগত করেছে।’
এসময় তিনি আরও বলেন, ‘দুঃসময়ে আছি আমরা। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০০তম জন্মদিন পালন করছে। দেশ তাদের পৈত্রিক সম্পত্তি। মুক্তিযুদ্ধের অন্য নেতাদের স্মরণ করে না। এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশ শ্মশান পরিণত হয়েছে। দেশে কেবল দুর্নীতি। সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁসের তদন্ত করেন। আগের ফাঁস হওয়া ফোনালাপের তদন্ত করেন।’
মির্জা ফখরুল বলেন, দেশ মুনাফাকারী, লুটেরাদের স্বর্গ রাজ্য হয়েছে।
তিনি বলেন, বিএনপির মতো গণতান্ত্রিক দলের ৩৫ লাখ লোককে মামলা দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিএনপির ৬০০ নেতা-কর্মীকে এরা গুম করার পাশাপাশি বিভিন্নভাবে হত্যা করেছে। যারা জুলুম করে তারা ক্ষমতায় কোনোদিন টিকে থাকতে পারবে না।