করোনা মহামারিকালে তারল্য এবং মুদ্রাস্ফীতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এ সংক্রান্ত কোনো সংকটে পড়তে হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় তিনি এসএমই খাতকে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ বলে আখ্যা দেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই আয়োজিত অনলাইন সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
সেমিনারে রফতানি খাতের পরিধি বাড়ানোর ওপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পাট ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনারও তাগিদ দেন তিনি।
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, রফতানি এবং রাজস্ব আয় বাড়লেও ব্যবসা-বাণিজ্যের পরিধি তেমন বাড়েনি। করোনার কারণে সরবরাহ কমে যাওয়ায় দ্রব্যমূল্য বেড়ে গেছে। শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে সরকারকে বিশেষভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এছাড়া গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছেন ডিসিসিআই নেতৃবৃন্দ। জ্বালানির দাম নিয়ন্ত্রণ, এসএমইসহ বিভিন্ন খাতা বরাদ্দের অর্থ সমবণ্টনের তাগিদ দেন বক্তারা।