বরিশাল লঞ্চঘাটে ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
“মাহমুদঅপু”:বরিশাল:বরিশাল নদীবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেছেন। শনিবার সকাল ৯টার দিকে নৌবন্দরের রাস্তার ওপর ত্রিশোর্ধ্ব নারী সন্তান জন্ম দেন। কিন্তু তিনি বলতে পারছেন না সন্তানের পিতা কে। এমতাবস্থায় শিশুটির পিতৃত্ব নির্ধারণের দাবি উঠেছে। এবং কে মা ও সন্তানের দায়িত্ব নেবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত খেয়াঘাটের এক হোটেল শ্রমিক রুহুল আমিন দেখভাল করছেন।
নৌবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছে, সন্তান সম্ভাবা নারী বেশকিছু দিন ধরে নৌবন্দর ও খেয়াঘাটসহ আশপাশ এলাকায় এলোমেলো ঘোরাঘুরি করেছিল। এবং ক্ষুধা লাগলে স্থানীয় হোটেলগুলোতে আসলে মালিকেরা তাকে খাবার দিতেন।
বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিন একুশে বিডি কে জানান, শনিবার সকালে ৮টার দিকে নারী নৌবন্দর এলাকার রাস্তার ওপর গড়াগড়ি করে কাতরাতে ছিলেন। তিনি যে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন বিষয়টি অনুমান করতে পেরে পার্শ্ববর্তী ভাটারখাল কলোনীর মহিলাদের খবর দেওয়া হয়। সেখান থেকে কয়েকজন নারী এসে সন্তান প্রসবের ক্ষেত্রে ভারসাম্যহীনকে সহায়তা করেন। ৯টার দিকে তিনি একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন।