রুশ সামরিক আগ্রাসনের সম্ভাব্য ঝুঁকির কারণে ইউক্রেনে বসবাসরত জার্মান নাগরিকদের জরুরিভিত্তিতে সে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব কথা জানানো হয়।
এর আগেও জার্মান নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিলো।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, “জার্মান নাগরিকদের এখনই ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
সেখানে আরও বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া সামরিক শক্তি বাড়াচ্ছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। যেকোনো সময় সামরিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তাহলে ইউক্রেনে থাকা জার্মান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে বলেও জানায় জার্মান সরকার।
এদিকে চলতি সপ্তাহের শুরুতেও জার্মান মন্ত্রক জানিয়েছিল, তাদের বেশিরভাগ স্টাফ ইউক্রেনের রাজধানী কিয়েভের জার্মান দূতাবাস ত্যাগ করেছে।
এদিকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে পুরো মাত্রায় হামলার পরিকল্পনা করছে রাশিয়া। শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।