ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদকঃ ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায়। পূজার পোষা বিড়াল অরিও নয়তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে। প্রায় চার বছর পূজার পরিবারের সদস্য হিসেবে ছিল বিড়ালটি। আদর করে পূজা ডাকতেন অরিও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে বলেন, ‘আপনারা জানেন যে অরিও আমার খুব প্রিয় ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পালছি। অরিও ইজ নো মোর। আমি ভাবতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি মারা যাবে।’
এই অভিনেত্রীর ধারণা, বারান্দা থেকে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল অরিও। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন পূজা। সে সময় পাশে তার ভাবি ও মা দুজনকেই কাঁদতে দেখা যাচ্ছিল। সংবাদমাধ্যমে পূজা বলেন, ‘সকালে আমি আর ভাবি অরিওকে গোসল করিয়েছি। দুপুরে আমার কোলের মধ্যে শুয়ে ছিল সে। এরপর ভাবির সঙ্গে খেলছিল। বিকেলের দিকে ভাবি ওকে আমার কাছে রেখে যান। আমার একটা শুটিংয়ের ফোন আসে। আমি কোল থেকে ওকে নামিয়ে দিলে ও বারান্দায় যায়। তারপরই এ ঘটনা। আমার মনে হয়, পা পিছলে পড়ে গেছে সে।’
এইচএসসি পরীক্ষায় পাস করার পর আইন বিষয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমাগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।