খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানি পর্যায়ে কর কমিয়ে আনার বিকল্প নেই। একই সাথে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন পরামর্শ দেয়া হয়।
আলোচনায় গবেষণা সংস্থা সিপিডির পক্ষ থেকে বলা হয়, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করতে হবে। একই সঙ্গে রাজস্ব আদায়ে আমদানি শুল্কের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার তাগিদ উঠে আসে। প্রণোদনার ক্ষেত্রে সতর্ক অবস্থান দরকার বলেও মন্তব্য করেন অনেকে।
জানানো হয়, কোনো প্রণোদনা স্থায়ী রূপ না পেলে উদ্যোক্তাদের সক্ষমতা কমে আসে। স্থানীয় শিল্প সুরক্ষা পায় এমন শুল্ক কাঠোমোতে গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। বলেন, করেনার ধাক্কা সামলে অর্থনীতির পুনরুদ্ধার প্রয়োজন। এজন্য সহায়ক নীতি দরকার।
আলোচনায় আরও বলা হয়, নিবন্ধনের আওতায় থাকা অনেকে নিয়মিত কর পরিশোধ করে না। তাদের সাথে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। করপোরেট ট্যাক্স হার কমিয়ে আনার তাগিদও দেয়া হয় সেখানে।