সপ্তাহের শেষ কার্যদিবসে বছরের সব থেকে বড় পতনের সম্মুখীন হলো আজকের শেয়ারবাজার। অনেকেই ধারণা করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব শেয়ারবাজারে সূচকের দরপতনের প্রভাবক হিসেবে কাজ করেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম সাড়ে তিন ঘণ্টায় ১১৪ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশ কমে গেছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দরপতন।
দিনের শুরুটা উত্থান দিয়ে হলেও সকাল সাড়ে ১০টার পর থেকে কমতে থাকে শেয়ারের দাম। কিছু সময়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের খবরে বেলা ১১টার পর থেকেই সূচক দ্রুত নিচে নামতে থাকে।
শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষস্থানীয় একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা যায়, বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ভর করেছে। এ কারণে বিক্রির চাপ বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছে।
দেশের শেয়ারবাজারের শীর্ষস্থানীয় তিনটি ব্রোকারেজ হাউস ও একটি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, এমনিতেই কয়েক দিন ধরে বাজারে মন্দাভাব ছিল। তাতে বিনিয়োগকারীদের আস্থায়ও কিছু চিড় ধরে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। এতে বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে।
এখন পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮ শতাংশ বা ৩৩২টিরই দরপতন ঘটেছে। দাম বেড়েছে মাত্র ২৫টি প্রতিষ্ঠানের আর বাকি ২০টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।