এক সময়ের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী নিজের জন্মস্থান চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ করলেন এতিমখানা। এর আগে তিনি সেখানে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন।
এ এতিমখানায় প্রায় ১০০ শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য প্রতি মাসে একটা অর্থ সহায়তা দেন রবি চৌধুরী। এছাড়াও নিজ এলাকার আর্থিক অস্বচ্ছল লোকদের তিনি নিয়মিত সাহায্য করবেন বলে জানান।
রবি চৌধুরী বলেন, আমি অনেক ধনী কিংবা অনেক সম্পদের মালিক না। তবে আমার যেটুকু সামর্থ্য আছে তাই আমি সবার মাঝে বিলিয়ে দিতে চাই। শুধু মসজিদ বা এতিমখানা নয়, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। আভিজাত্যের অহংকার ভুলে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। হয়ত আমরা প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যদি পাশে থাকি তাহলে আমরা পরিবর্তন করতে পারব এই সমাজ, সুন্দর হতো দেশটা।
রবি চৌধুরী আরো বলেন, ‘সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে প্রশান্তি পাচ্ছি। আপনিও দেখবেন যদি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন তাহলে অবশ্যই আপনিও প্রশান্তি পাবেন। আমি সেই লক্ষ্যে আমি নিজের জন্মস্থান বাঁশখালীতে মসজিদ নির্মাণের কাজ শুরু করি। সেটি শেষ হওয়ার আগেই এতিমখানার কাজ শেষ করেছি’।