পূর্ব ইউরোপের স্থল, সমুদ্র ও আকাশ সীমায় ব্যাপক সেনা মোতায়ন করা হয়েছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
স্টলটেনবার্গ বলেছেন, নিরাপত্তা ব্লক এরইমধ্যে আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় দেশগুলো এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে।
তিনি আরও বলেন, ১০০টিরও বেশি যুদ্ধবিমান এখন ইউরোপের ৩০টি প্রতিরক্ষা স্থানে কাজ করছে। যার সঙ্গে ১২০টিরও বেশি জাহাজ এবং তিনটি স্ট্রাইক ক্যারিয়ার গ্রুপ রয়েছে।
স্টলটেনবার্গ জোর দিয়েছিলেন তার বাহিনী ‘ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি’ রক্ষা করবে। তিনি বলেন, ন্যাটো ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। সেইসঙ্গে রাশিয়ার হুমকির মুখে থাকা জর্জিয়া, মলদোভা ও বসনিয়াসহ অন্য অঞ্চলের নিরাপত্তা দেবে।
তিনি আরও বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ন্যাটো খুব স্পষ্ট করে জানিয়েছে তারা ইউক্রেনে সেনা পাঠাবে না, কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য নয়।
স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা ন্যাটো সম্প্রসারণ বন্ধে আরও বহুদূর এবং অনেক কিছুই করতে পারে।