ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে কয়েক দিন ধরে দেশের শেয়ারবাজারের সূচকে ধস নেমেছে। এতে বিনিয়োগকারীরা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২৭ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই ১০০ পয়েন্টের বেশি কমে গেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আর দিনশেষে সূচকটি ১৬৩ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ কমে নেমে এসেছে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে।
এটি গত দুই মাসের মধ্যে ডিএসইএক্স সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সবশেষ ২৭ ডিসেম্বর ডিএসইএক্স সূচকটি সর্বনিম্ন ৬ হাজার ৬৬৯ পয়েন্টে ছিল।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই দেশের শেয়ারবাজার পতনের মুখ দেখতে শুরু করে। যুদ্ধের রেশে বড় পতনের ধাক্কা কাটাতে পারেনি বাংলাদেশের শেয়ারবাজার। ফলে দ্বিতীয় দিনের মতো রোববারও (২৭ ফেব্রুয়ারি) সূচকের বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই দিনে ঢাকার বাজারের প্রধান সূচক কমেছে ২৭২ পয়েন্ট।
ঢাকার বাজারে প্রায় প্রতিটি শেয়ারের দরপতন হয়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০টির। কমেছে ৩৬৫টির। আর অপরিবর্তিত ছিল ৪টির দাম। অর্থাৎ, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর ৯৬ শতাংশেরই দাম কমেছে।
শেয়ারের দাম কমতে থাকায় বিনিয়োগকারীরা শঙ্কিত সময় পার করছেন।