নিজ দেশের নাগরিকদের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার বিদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা একটি বিদেশী বাহিনী গঠন করে রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, সারা পৃথিবীর নাগরিক, ইউক্রেন, শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের প্রতি তিনি এ আহ্বান জানাচ্ছেন।
এই বার্তায় জেলেনস্কি বলেন, যে কেউ যদি ইউক্রেনের প্রতিরক্ষায় যোগ দিতে চান, তিনি এসে ইউক্রেনীয়ানদের পাশাপাশি যুদ্ধ করতে পারেন।
ইউক্রেন ন্যাটোর সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না।
তবে জেলেনস্কির এই বার্তার পর রোববার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস বলেছেন, কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায়, তাহলে তারা একে সমর্থন দেবেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে নাগরিকদের আগ্নেয়াস্ত্র সরবরাহের ঘোষণা করেন ইউক্রেন প্রেসিডেন্ট।