মোঃ হোসেন, স্টাফ রিপোটার ঃ-
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার সকালে জাতীয় ভোটার দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর মো. হাবিবুর রহমান প্রমুখ।