মোঃ হোসেন,স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের বানারীপাড়ায় কেক কেটে জমকালো আয়োজনে পাঠক নন্দিত দৈনিক সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।