পটুয়াখালীতে এসিড নিক্ষেপে ঝলসে গেলো গৃহবধূর মুখ
মোঃএনামুলহাসান(নাঈম),পটুয়াখালী প্রতিনিধিঃ-
বরিশাল :পটুয়াখালীর গলাচিপায় অ্যাসিড নিক্ষেপ করে এক গৃহবধূর (২০) মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার বাম চোখ মারাত্মক জখম হয়। ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, তার স্বামী মিলনই এ ঘটনা ঘটিয়েছেন।
বুধবার (২ মার্চ) ভোরে উপজেলার গুপ্তের হাওলা গ্রামের ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিয়ে আসছিল।