রাজধানীর হাতিরঝিলে চলন্ত একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার পরই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার।
তিনি জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি হাতিরঝিল থেকে এফডিসি মোড়ের দিকে আসার সময় হঠাৎই আগুন লেগে যায়। এরপর গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীরা নেমে যান।
সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়ির রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও জোর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।