ইউক্রেনে থাকা রাষ্ট্রীয় মালিকাধীন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের রুমানিয়ায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে জাহাজটির নাবিকদেরকে।
শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে কারা হামলা করেছে, সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য পেয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, কে জাহাজে বোমা মেরেছে আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকরা নিভিয়েছে। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকরা ভয় পাচ্ছেন সেহেতু আমরা তাদের উঠিয়ে নিয়ে আসছি।
রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী হয়। বিভিন্ন তথ্য পাচ্ছি। বিশ্লেষণ করছি। আরও বিস্তারিত আসবে আমরা সেভাবে কাজ করব। দেশের জন্য যেটা মঙ্গল সেটা করা হবে।
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ।
ভোট দানে বিরত থাকার বিষয়ে মোমেন বলেন, আমরা শান্তি চাই, সেজন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দেইনি।
বাংলাদেশ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের মহাসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।