ইউক্রেনে আক্রমণের পর মার্কিন পেমেন্ট সংস্থা ভিসা এবং মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করছে। শনিবার (৫ মার্চ) সংস্থা দুইটি জানিয়েছে, রাশিয়ায় সমস্ত লেনদেন বন্ধ করতে গ্রাহক এবং অংশীদারদের সঙ্গে কাজ করবে তারা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ভিসা জানিয়েছে, রাশিয়ায় ইস্যু করা ভিসা কার্ডগুলোর সমস্ত লেনদেন আর দেশের বাইরে কাজ করবে না এবং রাশিয়ার বাইরে ইস্যু করা কোনো ভিসা কার্ড আর দেশের অভ্যন্তরে কাজ করবে না।
এ বিষয়ে ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা আল কেলি একটি বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিনা প্ররোচনায় আগ্রাসন এবং যেসব অগ্রহণযোগ্য ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, এর কারণে আমরা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।
হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপকালে ভিসা ও মাস্টারকার্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।