১১তম দিনে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাত। ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভলনোভাখা থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে পুরোপুরি সফল হয়নি এ প্রক্রিয়া। এরইমধ্যে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সবশেষ শনিবার (৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, টুইটারের এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণ নিয়ে চলমান সংলাপের অংশ হিসেবে জো বাইডেনের সঙ্গে আবারও কথা বলেছি। সংলাপের এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে কথা হয়েছে।
৩০ মিনিট দীর্ঘ এ ফোনালাপে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন প্রশাসন এবং তার মিত্ররা “ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগ করবে।”
এদিকে, রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা ইউক্রেনে হামলাকে আরও বেশি যৌক্তিক করে তুলছে বলে দাবি করেছেন পুতিন। এসব নিষেধাজ্ঞার পরিণতি খুব একটা ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ।