বিএনপির এখন ডুবে যাওয়ার অবস্থা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের নৌকা এমনিতেই ফুটো হয়ে গেছে। কাঠের তালি দিয়েও এ নৌকা চালাতে পারবেন না।
তিনি বলেন, ‘অল্প পানিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন। আর এ অল্প পানিতে আওয়ামী লীগের পতন হয়ে যাবে।’
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রিজভী বলেন, আজ জনগণ বুঝতে পারছে, দেশে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
এখান থেকে মুক্তভাবে শ্বাস নিতে হলে অবৈধ সরকার যারা সারাদেশে হরিলুট করছে তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।
স্থানীয় বর্তুল গ্রামে বিএনপি নেতা মাস্টার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।
সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।