নানা কাজে ব্যবহার হয় প্লাস্টিক৷ পরিবেশের ওপর প্লাস্টিকের নেতিবাচক প্রভাব রয়েছে, সে কথা সবারই জানা। আর এ বিষয়টি মাথায় রেখে কাগজের কলম বানিয়ে তাক লাগালেন এক বাঙালি তরুণ। খবর এই সময়ের।
কলম একটি গুরুত্বপূর্ণ জিনিস। এর উপযোগিতা রয়েছে সবখানে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস-আদালত বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার-ঘাটসহ লেখালেখির কাজে কলম প্রয়োজন হয়। আর এবার পরিবেশের কথা মাথায় রেখে অভনব উপায়ে কলম বানালেন তিনি।
আজকাল সব জায়গাতেই হামেশাই দেখা যায় প্লাস্টিকের বর্জ্য পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই পরিবেশ রক্ষায় কাগজের পেন তৈরি করে কললেন তরুণ। তবে এখানেই শেষ নয়, তাতে লুকিয়ে থাকে চারা গাছের বীজও। মাটিতে পড়লেই বের হয় নতুন প্রাণ।
পরিবেশবান্ধব পেন বিক্রিতে ভালো সাড়াও পেয়েছেন উদ্যোক্তা শুভজিৎ সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকেই আসছে অর্ডারও।
সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতা বই মেলায় এক বাক্স কলম পাঁচ মিনিটেই বিক্রি হয়ে গেছে।