ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আসন্ন রমজান সামনে রেখে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শুরু হয়েছে।
রোববার (১৩ মার্চ) বিকেলের এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নিয়েছেন।
এদিকে দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে জনস্বার্থে করা রিটের বিষয়ে সোমবার (১৪ মার্চ) আদেশ দেবেন হাইকোর্ট।
এর আগে গত ৮ মার্চ শুনানি হয়। জনস্বার্থে গত ৬ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়।
বাজারে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছেই। এতে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমনকি মধ্যবিত্তরাও টিসিবির ট্রাকসেলে সাশ্রয়ী দামে পণ্য কিনতে ভিড় করছেন।
সরকারের ভ্যাট প্রত্যাহারের ঘোষণার পর নতুন করে বাড়েনি ভোজ্যতেলের দাম। তবে আটা, লবণ, মসুর ও ছোলার দামে উত্তাপ বেড়েছে। ৫০ টাকার কমে মিলছে না চাল। ক্রয়ক্ষমতা কমছে সীমিত আয়ের মানুষের। রোজা সামনে রেখে পণ্যক্রয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।