মেলিতোপোলের পর ইউক্রেনের আরেক দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে বন্দি করেছে রুশ সেনারা।
রোববার (১৩ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ‘রুশ যুদ্ধাপরাধীরা ইয়েভেনকে অপহরণ করেছে’ বলে দাবি করেছেন বলে জানিয়েছে বিবিসি।
কুলেবা বলেন, স্থানীয়দের কাছ থেকে কোনো সমর্থণ না পেয়ে হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।
এর আগে, দক্ষিণ ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে শুক্রবার (১১ মার্চ) রুশ সেনারা বন্দি করে।
গত তিনদিনে এই নিয়ে ইউক্রেনের দুজন মেয়রকে আটক করলো রুশ সেনারা।