বরিশালঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ই মার্চ বৃহস্পতিবার বেলা সারে ১১টায় প্রেসক্লাব চত্তরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পন করা হয়।
পরে ক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মনটু, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কাজী মকবুল হোসেন প্রমুখ। ক্লাবের সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় সভায় অন্যােনর মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার,মাহমুদ হোসেন চৌধুরী, কোষাধ্যাক্ষ সুখেন্দু এদবর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. নয়ন, কার্যকরী সদস্য রাজ্জাক ভুইয়া, জিয়া উদ্দিন বাবু, দেওয়ান মোহনসহ ক্লাবের অন্যান্য সদন্যবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ থেকে শোষনহীন, বৈষম্যহীন দেশ গড়ার কাজে আত্ন নিয়োগ করার আহবান জানান।