নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে উদ্বেলিত হয়তো সব বাংলাদেশিই। দলের সঙ্গে না থাকলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালও এর বাইরে নন। দেশে বসেই বাংলাদেশের জয় উদযাপন করেছেন তিনি। ঐতিহাসিক জয় উপলক্ষে তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ৪০ জন মাঠকর্মীকে ডিনার করিয়েছে।
ঐতিহাসিক জয়ে ৪০ জন মাঠকর্মীকে ডিনার করালেন তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে উদ্বেলিত হয়তো সব বাংলাদেশিই। দলের সঙ্গে না থাকলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালও এর বাইরে নন। দেশে বসেই বাংলাদেশের জয় উদযাপন করেছেন তিনি। ঐতিহাসিক জয় উপলক্ষে তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ৪০ জন মাঠকর্মীকে ডিনার করিয়েছেন।
৪০ জন মাঠকর্মীর সঙ্গে ডিনার, আনন্দঘন সময় কাটানোর পর ফেসবুকে বিশদ এক স্ট্যাটাস দেন তামিম। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের আজকে স্মরণীয় একটি দিন। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের আমরা হারিয়ে দিয়েছি তাদের মাঠেই। দেশের ক্রিকেটে এমন দিন খুব কমই পেয়েছি আমরা। আমাদের দল যেমন সেখানে উচ্ছ্বাস-উল্লাসে উদযাপন করেছে, দেশেও সবাই নিজেদের মতো করে উদযাপন করছি। আমি উদযাপনের জন্য বেছে নিয়েছি এমন মানুষদের, যারা বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো।’
তামিম যোগ করেন, এই ছবিতে যাদের দেখছেন, তারা সবাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী। আজকে উদযাপনে আমার সঙ্গী ছিলেন তাদের ৪০ জন। আমরা একসঙ্গে ডিনার করেছি, মজা করেছি, আনন্দময় সময় কাটিয়েছি। আজকের জয়কে পরিপূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করেছি।
বুধবার (৫ জানুয়ারি) ৪০ রানের টার্গেট দুই উইকেট হারিয়ে হেসেখেলে পেরিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ১৭, মুমিনুল ১৩ ও মুশফিকুর রহিম ৫ রান করেন। শান্তকে আউট করেন কাইলে জেমিসন। এর আগে ৩ রান করা সাদমান ইসলামকে সাজঘরে পাঠান টিম সাউদি।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ১৬৯ রানে। পঞ্চম দিনের শুরুতেই জোড়া উইকেট নেন এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত থাকা রস টেলরকে সাজঘরে পাঠান টাইগার পেসার এবাদত। এবাদতের বল সরাসরি স্টাম্পে আঘাত হানে টেলরের। ১০৪ বলে তিনি করেন ৪০ রান। এ উইকেটের ফলে ৫ উইকেট পূর্ণ হয় এবাদতের। টেস্টে বাংলাদেশের পেসারদের এটি ৯ বছর পর প্রথম কোনো পাঁচ উইকেট শিকারের ঘটনা। টেলরকে বিদায় করার পর এবাদতের শিকারে পরিণত হন কাইলে জেমিসনও। শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। নামের পাশে কোনো রানই তুলতে পারেননি জেমিসন।