বরিশালে টেলিভিশন মিডিয়াপাড়ায় ব্যাপক রদবদল
বরিশালঃ-বরিশালে দীর্ঘ দিন পরে টেলিভিশন মিডিয়াপাড়ায় ব্যাপক রদবদল হয়েছে। এ রদবদল আনা হয়েছে দেশের শীর্ষ পর্যায়ের পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। আর এই রদবদলের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে,‘দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’র প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে কাজ করে আসছিলেন ফিরদাউস সোহাগ। তিনি এই প্রতিষ্ঠানে ব্যুরো প্রধান থেকে শুরু করে বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতী লাভ করেন।
দীর্ঘদিনের কর্মস্থল সময় টিভি ছেড়ে তিনি যোগদান করেছেন ‘স্পাইস টেলিভিশনে’। তার সাথে সময় ছেড়ে স্পাইসে যোগদান করেছেন ক্যামেরা পার্সন মাহামুদুন্নবী ও আমিনুল ইসলাম। ফিরদাউস সোহাগ এর আগে সিএসবি নিউজ, দেশ টিভি এবং জাতীয় দৈনিক মনবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেন।
এছাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া মাহামুদুন্নবীও বরিশাল প্রেসক্লাবের একজন সদস্য।
এদিকে, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান পদে যোগদান করেছেন ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু। তিনিও ডিবিসি নিউজে প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল ব্যুরো প্রধান পদে কাজ করে আসছিলেন। এর পূর্বে ঢাকায় বৈশাখী টিভিতে কাজ করেন অপূর্ব। তার সাংবাদিকতা শুরু হয় বরিশালের আঞ্চলিক পত্রিকার মাধ্যমে। অপূর্ব অপু বরিশাল প্রেসক্লাবের সদস্য।
এদিকে, অপূর্ব অপু’র চলে যাওয়ায় শূণ্য হয় ডিবিসি নিউজ। দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে ডিবিসি নিউজে বরিশাল ব্যুরো প্রধান পদে নিয়োগ পান এসএ টিভি’র বরিশাল ব্যুরো প্রধান সালেহ্ টিটু। এছাড়া তার সাথে ডিবিসি নিউজে ক্যামেরা পার্সন পদে নিয়োগ পেয়েছেন জুয়েল সরকার। ইতিপূর্বে জাতীয় দৈনিক ইত্তেফাক, মানবকণ্ঠ এবং স্থানীয় দৈনিক মতবাদ ও কীর্তনখোলা পত্রিকায় সম্পাদকিয় পদে থেকে সাংবাদিকতা করেছেন সালেহ্ টিটু। তাছাড়া চ্যানেল ওয়ান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন হিসেবে কাজ করেন ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন পদে নিয়োগ পাওয়া জুয়েল সরকার।
এদিকে,‘হঠাৎ করেই নিউজ টোয়েন্টিফোর চ্যানেল ছেড়ে দেন চ্যানেলটির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান। তাঁর অবর্তমানে নিউজ টোয়েন্টিফোরে বরিশাল প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন দৈনিক বরিশালের ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ। আর নতুনাঙ্গীকে যাত্রা শুরু করা দেশ টিভি নিউজের বরিশাল ব্যুরো প্রধান পদে যোগদান করেছেন রাহাত খান।
রাহাত খান দৈনিক মতবাদ পত্রিকার প্রতিষ্ঠাকালিন সদস্য ছিলেন। সেখানে থাকতেই জাতীয় দৈনিক যুগান্তরে কাজ করার সুযোগপান তিনি। এরপর আরটিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান পদে যোগদান করেন রাহাত খান। এরপর চ্যানেল টোয়েন্টিফোর এবং সেখান থেকে নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের ব্যুরো প্রধান পদে যোগদান করেন তিনি। সবশেষ দেশ টিভি নিউজে ব্যুরো প্রধান পদে নিয়োগ পেয়েছেন বরিশাল প্রেসক্লাবের সদস্য রাহাত খান।
এছাড়া নিউজ টোয়েন্টিফোরের বরিশাল প্রতিনিধি হিসেবে যোগদান করা সাইফুর রহমান মিরণ ইতিপূর্বে দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশাল প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে যোগদান করেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকায়। সেখানে থাকাবস্থাতেই সাইফুর রহমান মিরণের সম্পাদনায় দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার প্রকাশনা শুরু হয়। তবে টেলিভিশন মিডিয়ায় তিনি নতুন। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সদস্য তিনি।
এদিকে,সালেহ্ টিটু ডিবিসি নিউজে যোগদান করায় শূণ্য রয়েছে এসএ টিভি’র বরিশাল ব্যুরো প্রধানের পদ। তাছাড়া চ্যানেল আই’তেও নতুন করে লোক নিয়োগের গুঞ্জন চলছে। এ দুটি চ্যানেলে আসতে পারে নতুন মুখ, এমনটাই মনে করছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।