পিরোজপুরের কাউখালীতে রাস্তার সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাউখালী-নৈকাঠী সড়কের কলেজ মোড় এলাকার ৩টি বড় আকারের রেন্টি গাছ কেটে নেয়া হচ্ছে। বুধবার (২৩ মার্চ) সকাল থেকে ওই গাছ কাটছেন স্থানীয় গাছ কাটার কয়েকজন শ্রমিক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই রাস্তার সরকারী কলেজ সংলগ্ন এলাকার রাস্তার পাশে থাকা ওই গাছ কাটা হচ্ছে। গাছ কাটার শ্রমিকদের দায়িত্বে থাকা এলেম হোসেনের কাছে গাছ কাটার কারন জানতে চাইলে তিনি জানান, স্থানীয় বন বিভাগের বন রক্ষি সালাউদ্দিনের নির্দেশে তিনি ওই গাছ কাটাচ্ছেন।
বন রক্ষি সালাউদ্দিনের কাছ ওই গাছ কাটার কারন জানতে চাইলে তিনি জানান, গাছগুলো রাস্তায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ন হওয়ায় রেজ্যুলেশনের মাধ্যমে ও স্থানীয় এমপি স্যারের নির্দেশে তা কাটা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই গাছ সেলিম হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম তা নিচ্ছেন। তবে তিনি জানান, অনুমতি নিয়ে গাছগুলো কেটে নেয়া হচ্ছে।
এ ব্যাপারে পিরোজপুর জেলা বন বিভাগের দায়িত্বরত বন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ওই গাছগুলো ঝুঁকি পূর্ন হওয়ায় তা কাটার জন্য ওই সেলিনা বেগম একটি আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে অনুমতি দেয়া হয়েছে। তবে গাছগুলো রাস্তার সরকারী গাছ হওয়ায় তা কারো নেয়ার সুযোগ নাই।
এ ব্যাপারে উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলি হোসেন তালুকদার জানান, এমন কোন রেজ্যুলেশনের খবর আমার জানা নাই। তবে আমি যে টুকু জানি ওই গাছ অবৈধভাবে কেটে নেয়া হচ্ছে।