গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ২৩ মার্চ ২০২২ খ্রিঃ রাত ২২:৩০ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১৯নং ওয়ার্ডস্থ নাজিরের পোল সংলগ্ন ০১নং “আহাদ স্টোর” নামক ডিমের দোকানের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনায় শুভ দত্ত (২৭), পিতা- স্বপন দত্ত, মাতা- খুশি রানী দত্ত, সাং- “তুষার ভবন” কাউনিয়া ক্লাব রোড, বিসিসি ০২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি বরিশালকে ধৃত করেন এবং তাহার নিকট হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
এসময়ে মাদক সংশ্লিষ্ট কাজে সহায়তা করে জন্য মোঃ সাব্বির আকন (২৬), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান আকন, মাতা- মোসাঃ লাইজু বেগম, সাং- আকনবাড়ী, পৈকখালী, ০৩নং পৈকখালী ইউপি, থানা- বামনা, জেলা- বরগুনা, এ/পি- জনৈক সেলিম কমিনার এর বাসার ভাড়াটিয়া, পুরান কয়লাঘাট, দপ্তরখানা রোড, ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে আটক করেন।
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।