বরিশালঃ-২৩ মার্চ ২০২২ খ্রিঃ রাত ২১:৩০ টায় নগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২০নং ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন লেনস্থ ০১নং সাক্ষীর “বানাত মঞ্জিল” (হোল্ডি নং-৫০৬) নামক বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ৫০ পিস ইয়াবা সহ মোঃ মনির হোসেন হাওলাদার (৩২), পিতা- মৃত সামছুল হক হাওলাদার, মাতা- রহিমা বেগম, সাং- হাওলাদার বাড়ী, শোলনা, ০২নং ওয়ার্ড, কাশিপুর ইউপি, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল, এ/পি- জনৈক জালাল উদ্দিনের “বানাত মঞ্জিল” (হোল্ডি নং-৫০৬) এর বাসার ভাড়াটিয়া, হাজী জালাল উদ্দিন লেন, বিসিসি ২০নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে আটক করেন।
ধৃত আসামির দেয়া তথ্যমতে মাদক সংশ্লিষ্ট কাজে সহায়তা করার জন্য মোঃ গোলাম কিবরিয়া (৩৮), পিতা- এনায়েতুর রহমান, মাতা- মুকুল বেগম, সাং- কারী মেহের আলী হাওলাদার বাড়ী, ছয়মাইল বাজার, ০২নং ওয়ার্ড, কাশিপুর ইউপি, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল, এ/পি- জনৈক মোঃ ওলিউর ইসলাম এর “নার্গিস কুঞ্জ”( হোল্ডি নং-১৮১) এর ৫ম তলার ভাড়াটিয়া, অক্সফোর্ড মিশন রোড, ২১নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে আটক করেন।
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।