বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলি কদরকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সেলিম উদ্দিন।