শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মনুষ্যত্বের গুণাবলি অর্জনের মাধ্যমেই প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব। সেই সঙ্গে সব ধর্মের মূল বক্তব্য ধারণের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকবে বলেও মনে করেন মন্ত্রী।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড সলিডারিটি আয়োজিত গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান। এ সময় বক্তারা আরও বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই মানব ধর্ম। অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী।